জানালায় দিলে উঁকি, কেন জানি হায় ।
ভেজা চুলে গন্ধ ভাসে, ডাকে ইশারায়।
ভালবাসা চিনে ফেলে, মনের ঠিকানা।
চলে যায় মন যেন, বাঁধা যে মানে না।
তোমার বাড়ির পাশে, মেঠো পথ ধরে;
চলে যাই যদি দেখা, হয় তোমা ঘরে।
মাঝে মাঝে লাগে ভয়, যদি কেউ দেখে।
গোপন প্রেমের সনে, মন ভরে সুখে।


তোমার হাতের ছোঁয়া, বড় মধুময়।
তোমার চোখের ভাষা, মন যে ভরায়।
তোমার প্রেমে পাগল, হয়ে বার বার;
ছুটে আসি বন পাড়ে, যেন শত বার।
ভালবাসার বাঁধনে, বেঁধে চিরকাল ;
রাখবে সারা জীবন, ভুলবে না বল।


রচনা কাল ঃ
০৩/০৭/২০১৭ ইং
৭ঃ১৬ এএম।