তুমি আকাশের ফুল, নদীর দু'কূল।
স্বপ্নে জড়ায়ে তোমায়, করেছি কি ভুল?
তুমি সাগরের জল, বৃষ্টি ঝরা ফোটা।
হৃদয়ের সুখ তুমি, গোলাপের কাঁটা।
জোনাকির আলো তুমি, তুমি পথ হারা।
রাতের আঁধার নিয়ে, যেন বাড়ি ফেরা।
তুমি সকাল দুপুর, তুমি নিশি দিন।
মোর চোখের তারায়, রাখি চিরদিন।


তুলনা তোমার সাথে, করে যাই ভুল।
হার মেনে যায় যেন, বনেরও ফুল।
সবুজের সাথে যেন, ধরে যাই আড়ি।
তোমার তুলনা নেই, সুখে ফিরি বাড়ি।
জোসনার আলো যেন, সারা বাড়ি ছড়ে।
তোমার মুখের ছবি, ফোটে বাড়ি জুড়ে।


রচনা কাল ঃ
১৮/০৭/২০১৭ ইং
৮ঃ৪৩ পিএম।