স্বপ্ন গুলো ভালবেসে, পুঁজি করে হাতে;
চলে যাবো বহু দূরে, যেন কোনো রাতে।
স্বপ্ন ভাঙা মন ভাঙা, কত কষ্টকর।
সে বোঝে যার অন্তর, ভেঙে চুরমার।
বিরহ বেদনা যার, নিত্য  সঙ্গী হয়;
সে বোঝে কত আগুন, আর কেউ নয়।
নীল সাগরের ঢেউ, কত বেদনার;
জলের গভীরে পড়ে, বোঝে সেই বার।


শূন্য পৃথিবীতে মন, থাকবে না আর।
খোঁজে যেন কি যে হায়, বোঝে না আবার।
পৃথিবী ভরা মানুষ, তবুও মেলে না;
একটা সুন্দর মন, সুন্দর গহনা।
মনের মানুষ ছাড়া, ভুবন আঁধার।
ফুলে ফুলে মধু থাকে, নেই স্বাদ তার।


রচনা কাল ঃ
২৪/০৫/২০১৭ ইং
৯ঃ১৫ পিএম।