বার বার ঘুরে ফিরে, আসো মোর পাশে।
আমি তাই আনমনে, দূরে যাই কেঁশে।
আমি হাটি ধীরে ধীরে, তুমি পিছে পিছে।
কোনো খানে দু'জনায়, মিলে যাই কাছে।
কাছাকাছি হলে পরে, যেন ভয় পাই।
ধীরে ধীরে হেটে হেটে, দূরে সরে যাই।
ধরা দিতে মন চায়, তোমার দু'হাতে।
পারি না যে কোনো মতে, আমি ধরা দিতে।


একদিন সন্ধ্যা বেলা, ছিনু একা পথে।
ফুল মালা দিলে হাতে, যত্ন করে গেঁথে।
তার পর কথা হল, শুরু হল গান।
হৃদয়ে হৃদয়ে ভরে, কত অভিমান।
এমনি এমনি সুখে, দিন কেটে যায়।
মনে হয় সুখ ভরা, সারা দুনিয়ায়।


রচনা কাল ঃ
১৬/০৭/২০১৭ ইং
৯ঃ৪৬ পিএম।