বহু দিন চলে গেছে, পাই না খবর।
সুখে আছো নাকি দুঃখে, জানে না অন্তর।
দু'নয়নে জল গড়ে, মনে যদি পড়ে।
কত সুখ কত আশা, গেছে সব পুড়ে।
তোমার বাড়ির পাশে, যাই না তো আর।
গেলে সেথা লাগে ব্যথা, মনে বার বার।
কত স্মৃতি কত গান, মনে আসে যায়।
গাঙের ঘাটের কথা, মন কে পোড়ায়।


সেই হাসি মুখ আর, সেই ভাল লাগা।
রেখেছি লিখে খাতায়, আমি যে অভাগা।
শিউলি ফুলের মালা, আজ ইতিহাস।
হাতে নিলে লোকে যেন, করে পরিহাস।
স্মৃতি গুলো অশ্রু হয়ে, ভাসে দু'নয়ন।
তাই আজ দুঃখ বুকে, করে জালাতন।


রচনা কাল ঃ
২২/০৫/২০১৭ ইং
৭ঃ৪৯ পিএম।