বৈশাখী ঝড় এবার, আসে বারে বার।
নিয়ে যায় উড়ে যেন, সব বাড়ি ঘর।
আম পড়ে লিচু ঝরে, সব বাগিচায়।
ছোট ছোট ছেলে মেয়ে, খুশি তাই হয়।
পাখি সব ঝড় দেখে, নীড় যায় খুঁজে।
কারো কারো শুষ্ক ভিটা, অশ্রু জলে ভেজে।
টেনশনে বুড়ো বেটা, নভঃ প্রাণে চায়।
আকাশের কালো ছায়া, দেখে ভয় পায়।


সন্ধ্যা বেলা আসে ঝড়, দ্রুত বেগে চলে।
পাখি গুলো ডানা মেলে, শুধু যেন দোলে।
শব্দ করে মটমট, গাছ ভেঙে পড়ে।
পবনে ঘরের খুটি, শুধু নড়েচড়ে।
বৈশাখী ঝড় হাওয়া, হৃদয় পোড়ায়।
মনে তাই জেগে ওঠে, হারানোর ভয়।


রচনা কাল ঃ
২৫/০৪/২০১৭ ইং
৬ঃ৩৫ পিএম।