সবুজ শ্যামলে ঘেরা, মোর বাংলাদেশ।
নদী নালা খাল বিল, ভরে আছে বেশ।
দোয়েল কোয়েল গায়, সুমধুর গান।
ভোমরেরা ফুলে ফুলে, উড়ে দেয় জান।
কত পাখি গায় গান, সকাল ও সাঁঝে।
নানা রঙে ফোটে ফুল, সবুজের মাঝে।
মাছ ধরে মাছরাঙা, বাঁশ ঝাড় ঘাটে।
দুটি বক হাটু জলে, কত করে খাটে।


জেলে ভাই জাল ফেলে, কত জনে দেখে।
মাঝি ভাই খেয়াঘাটে, বসে থাকে সুখে।
বাঁশের বাঁশি রাখাল, নিয়ে তার মুখে;
মাঠে মাঠে গরু নিয়ে, দিন কাটে সুখে।
মাঠ যদি ধানে ভরে, কৃষি ভাই হাসে।
আষাঢ়ের বৃষ্টি যেন, সুখ নিয়ে আসে।


রচনা কাল ঃ
১৩/০৭/২০১৭ ইং
২ঃ৪৮ পিএম।