বহু দিন পরে হল, তার সাথে দেখা।
মুখে যেন ফুটে ওঠে, কালিময় রেখা।
নয়ন ধূসর হয়, ফিরে নাহি চায়।
বেদনা ভরা দিনের, অশ্রু যেন বয়।
সেই ক্ষণ মনে পড়ে, বুকে তোলে ঝড়।
কি করে হবো আমার, ব্যথা তরী পাড়।
তারে দেখে আজ মন, অশ্রু ভেজা আঁখি।
উড়ে গিয়েছিল মোর, পুষে রাখা পাখি।


তারে দেখা শুভ নয়, লাগে না তো ভালো।
বুকে তোলে হাহাকার, চেপে ধরে কালো।
তার সেই হাসি মুখ, নাই আজ তার।
বহু দূরে চলে গেছে, সেই মন তার।
আমার মনের মানুষ, আজ সেই নয়।
সময়ের ব্যবধানে, হয়ে গেছে ক্ষয়।


রচনা কাল ঃ
২১/০৭/২০১৭ ইং
২ঃ০২ পিএম।