একদিন সন্ধ্যা বেলা এসে ছিলে ছুটে
বলে ছিলে চলো যাই তরী আছে ঘাটে।
কেউ নাই আশে পাশে দারুণ সুযোগ
এই ফাঁকে ঘুরা যাবে সেরে যাবে রোগ।
মনে আর থাকবে না কোন কষ্ট জ্বালা
সব কিছু নিভে যাবে এই সন্ধ্যা বেলা।
বাড়ির সবাই গেছে ওই পাড়া বিয়ে
আসতে অনেক দেরি চলো তরী বেয়ে।
তরী পরে বৈঠা ফেলে অন্ধকার পথে
ছুটে ছিনু দু'জনায় নানা প্রেম কথে।
বুকে ছিল শুধু সুখ আর ছিলে তুমি
কল্পনার সুখ ঘর এঁকে ছিনু আমি।
সেই ঘর আজো আছে স্মৃতির পাতায়
বাস্তবে যদিও তুমি গেলে যে হারায়।
রচনা কাল : ৩১/০৩/২০১৮ ইং