আপন বুকের ঘরে, ফিরে তুমি আসো।
মধুময় মুখ করে, সেই হাসি হাসো।
শাপলা ফুলের হাসি, আঁকো মিষ্টি ঠোটে।
কলমি ফুলের গন্ধে, সেই হাসি ফোটে।
বেদনার রঙ মুছে, হাতে তুলি নিয়ে ;
ভালবাসায় রাঙিয়ে, স্বপ্ন নাও চেয়ে।
ভালবাসা দাও ভরে, হৃদয়ের খোপ।
দু'জন দু'জনে রবো, নিশি ভরা চুপ।


ভালবাসা যেতে দিবো, যায় যত দূরে।
হৃদয়ের ঠিকানায়, দিবো সুখ ভরে।
তোমার আমার কথা, এক সুরে গেঁথে ;
গেয়ে যাবো শুধু গান, হেটে মেঠো পথে।
সুখে রবো দু'জনায়, বড় আশা মনে।
সাত রঙ নিয়ে ঘর, বেঁধে রবো বনে।


রচনা কাল ঃ
১৮/০৭/২০১৭ ইং
৯ঃ৫০ পিএম।