বিরহের গান ভাল, রাতের আঁধারে।
বিরহী চাতক মন, কি যেন কি ভরে।
কি জানি কি অনুভবে, কাটে সারা নিশি।
এলোমেলো মনে বাজে, সেই সুর বাঁশি।
মনে ওঠে জেগে শুধু, হারানোর সুর।
ভালবাসা কত কাল, রয় ভরপুর।
ফুরাবে কি কোন দিন, মনে এত ব্যথা।
ভুলবো কি সেই দিন, কত শত কথা।


আনন্দের মেলা পাশে, মনে সুখ নাই।
হাসি খুশি সব লোকে, আমি শুধু ছাই।
মনে মোর কত ব্যথা, দেখা নাহি যায়।
বন্ধুরা না বুঝে তাই, কত কথা কয়।
বিরহের গান লিখে, রাতের আঁধারে;
গেয়ে যাই একা একা, শুধু নিজ সুরে।


রচনা কাল ঃ
২৭/০৬/২০১৭ ইং
১১ঃ৫৩ এএম।