পুড়ে গেছে স্বপ্ন ছায়া, কেটে গিয়ে মায়া।
অন্ধকারে হাসি মুখ, ভাসে আবছায়া।
ভুল করে অবেলায়, দেখে ছিনু তারে।
সারা রাত্রী অগ্নি জ্বলে, তাই তো অন্তরে।
পথের ধারে একা সে, ছিল যে দাঁড়িয়ে।
মন যেন ফিরে ফিরে, দেখে ছিল চেয়ে।
হৃদয় অন্তরে সব, ভুলে গিয়ে ব্যথা।
তার সাথে বলা হল, তাই কিছু কথা।


দিবস রজনী ভেবে, কেটে যায় বেলা।
বুক মাঝে দুঃখ জ্বলে, চলে প্রেম খেলা।
পুরনো সেই দিনের, স্বপ্ন জাগে মনে।
হাহাকারে ভরে ওঠে, হৃদয় নয়নে।
কেন হল এই দেখা, বিকেল বেলায়।
ভাল ছিনু সব ভুলে, ঘরে একেলায়।


রচনা কাল ঃ
২৪/০৬/২০১৭ ইং
১ঃ৫৬ পিএম।