মুক্ত পাখির মতন, ডানা মেলে উড়ে;
স্বদেশ আমার দেখি, মন যায় জুড়ে।
হালকা বাতাসে নড়ে, পুরো শাল বন।
পাখি সেথা দোল খায়, জুড়ায় নয়ন।
বাবুই পাখির বাসা, বড় তাল গাছে।
কিচিরমিচির শব্দ, মোরে ডাকে কাছে।
বাবুই পাখির বাসা, শুধু হেলে দুলে।
এ বাসা ও বাসা যেয়ে, যেন তারা খেলে।


বরই পাতার ঝোপে, ঘুঘু বুনে বাসা।
বসে রয় দেখা যায়, লেজ বড় খাসা।
দুটি খোকা স্বপ্ন আঁকে, ঘুঘু নিয়ে কত।
বরই শাখায় উঠে, কাঁটা খায় শত।
বাবুই খোকা ও ঘুঘু, চিরকাল ধরে;
শোভা পায় বাংলা জুড়ে, প্রকৃতির ঘরে।


রচনা কাল :
১৬/০৭/২০১৭ ইং
২:১৩ পিএম।