মন মোর যাযাবর, কোথা ঘুরে ফিরে।
উদাসী নয়ন মেলে, যায় কত দূরে।
মন যদি দ্রুত চলে, ঠিকানা বিহীন।
কভু সে পাবে না খুঁজে, লক্ষ্যের গহীন।
অবুঝ হৃদয় বোঝে, বেদনার চিঠি।
খুঁজে দেখে আরো কষ্ট, দিয়ে মন কাঠি।
যদি পায় তার তল, চোখে জল ঝরে।
একা বসে হাসে কাঁদে, যেন অন্ধকারে।


মন রে পাগল মন, কি রে তুই চাস?
তোর মাঝে সারাক্ষণ, দুঃখ করে বাস।
ভালবেসে পেলি তুই, শুধুই ছলনা।
একফোঁটা ভালবাসা, ফিরে যে পেলি না।
কতদিন শূন্য পথে, চলবি রে আর।
ফিরে আয় সব ভুলে, বলি বার বার।


রচনা কাল ঃ
২৬/০৫/২০১৭ ইং
৯ঃ১৪ পিএম।