মেঠো পথে হেটে গেলে, যেন কোন খানে।
তোমার রুপের গন্ধ, ছড়ায় ভুবনে।
বাঁশবন ছেড়ে গেলে, কেটে গেল মায়া।
মনে যেন ভেসে ওঠে, তবু দূর ছায়া।
ক্রিষন কালো দুটি চোখ, তুমি মোরে দাও।
সে চোখে বাঁধবো স্বপ্ন, দূরে যদি যাও।
কাছে এলে ভাল লাগে, পাখি নীড় পায়।
দূরে গেলে খাঁচা যেন, শূন্যতা পোহায়।


কখন ফিরবে পথে, রই সেই আশে।
মন বলে এসো ফিরে, রকেটের বেশে।
বার বার পথে এসে, উঁকি মেরে দেখি;
উড়ে গেল নাকি মোর, সেই সোনা পাখি।
করুন চাহনি নিয়ে, ফিরে এলে তবে।
আমি শুধু দেখে যাই, ভাবি নানা ভাবে।


রচনা কাল ঃ
২২/০৭/২০১৭ ইং
৩ঃ৫৪ পিএম।