মা তোমার বুকে যেন, বাঁচি চিরদিন।
তোমার আঁচলে যেন, বেঁধে কাটে দিন।
ভুবনের কোথা নেই, তোমার তুলনা।
তোমার মুখের হাসি, কোথাও মেলেনা।
তোমার রুপের রঙ, কোথা নাহি আর।
নদী নালা ফল মূল, সবুজ পাতার।
মা তোমায় ভালবেসে, যেন যায় প্রাণ।
তোমার ছেলের দল, রাখবে স্মরণ।


তোমার বুকের পরে, শান্তি ঘুম যাই।
দক্ষিণা পবন হাতে, সুখ খুঁজে পাই।
সব জ্বালা সব কষ্ট, তোমাতে হারায়।
হৃদয়ের সব ব্যথা, দূরে সরে যায়।
মা তোমার চোখে মোর, স্বপ্ন কত দেখা।
তোমাতে জীবন চলা, হয়ে গেছে শিখা।


রচনা কাল ঃ
১৯/০৭/২০১৭ ইং
৯ঃ১১ পিএম।