মানব জীবন বুঝি, দুঃখ সুখে ভরা।
কারো মনে শান্তি যেন, কারো চৈত্র খরা।
কারো ঘরে নিশি বাতি, দাউ দাউ জ্বলে।
কারো ঘর অন্ধকার, তেলহীন বলে।
অর্থে ভরা কারো ঘর, কারো ঘর ফাঁকা।
কেউ চলে সোজা পথ, কেউ চলে বাকা।
মানব জীবন যেন, বড়ই কঠিন।
ধূসর জীবন কারো, কারো যে রঙিন।


জীবনের হাটে মাঠে, কত কিছু ঘটে।
সুখ দুঃখ তরী বেয়ে, মুখে হাসি ফোটে।
দুঃখ পেয়ে কেউ হাসে, কেউ সুখে কাঁদে।
হেলেদুলে কেউ যেন, পড়ে দুঃখ ফাঁদে।
জীবনের নানা মোড়, বোঝা বড় দায়।
সাবধানে সব পথে, পা ফেলতে হয়।


রচনা কাল ঃ
১৪/০৭/২০১৭ ইং
১ঃ৩৬ পিএম।