কেনো এই দেখা দিলে? কষ্ট দিবে বলে।
বুকে আর নেই কিছু, দুঃখ শুধু জ্বলে।
আগে যদি দেখা হত, মন সুখ পেত।
আজ যদি হয় দেখা, দুঃখ পাই শত।
তোমায় দেখলে আজ, বুকে ওঠে ব্যথা।
হারানো দিনের স্মৃতি, বলে শুধু কথা।
দু'চোখে আঁধার দেখি, স্বপ্ন ছায়া ছায়া।
ভেসে ওঠে স্বপ্নে যেন, পুরনো সে মায়া।


মধুমাখা রুপ যেন, হয়ে গেছে পর।
ভালবাসা জ্বলে পুড়ে, ভেঙে গেছে ঘর।
তুমি আজ সুখী যেন, আমি কষ্টে ভাসি।
প্রেম মোর অগ্নিজলে, তুমি দাও হাসি।
মোর চিত্ত পুড়ে গেছে, মনে শুধু দুঃখ।
জীবনের পথে আর, পাবো না কি সুখ?


রচনা কাল ঃ
২১/০৭/২০১৭ ইং
২ঃ৫৯ পিএম।