হে মুজিব তুমি কথা কও
আমি তোমায় ভালবাসি লাল সূর্যের মত
আমি তোমায় ভালবাসি সবুজ দেশের মত
আমি তোমায় ভালবাসি খোকার হাসির মত
হে মুজিব তুমি কথা কও।


আমি তোমায় নিয়ে গান গাই কন্ঠে তুলে সুর
আমি তোমার ছবি নিয়ে হেঁটে যাই দূর বহু দূর
আমি তোমার নাম লিখি আমার বুকের ভেতর
হে মুজিব তুমি কথা কও।


আমি শত পথ চলতে চাই তোমার মত
আমি দেশ ভালবাসতে চাই তোমার মত
আমি মানুষের পাশে থাকতে চাই তোমার মত
হে মুজিব তুমি কথা কও।


আগষ্ট এলে মনে পড়ে শুধুই তোমার কথা
তিলে তিলে বুক জ্বলে জেগে ওঠে ব্যথা
তুমি আজ কোথায় আছো ভেবে ধরে মাথা
শূন্য বুকে হু হু করে জাগে কত ব্যথা
হে মুজিব তুমি কথা কও।


আমার বাংলাদেশকে বলি মুজিব কে ফিরিয়ে দাও
পদ্মা মেঘনা যমুনা কে বলি মুজিব কে ফিরিয়ে দাও
রক্তাক্ত ভবন কে বলি মুজিব কে ফিরিয়ে দাও
হে মুজিব তুমি কথা কও।


নীল আকাশ কে বলি মুজিব কে কোথায় রেখেছো
দক্ষিণা পবন কে বলি মুজিব কে কোথায় রেখেছো
সোনার মাটিকে বলি মুজিব কে কোথায় রেখেছো
হে মুজিব তুমি কথা কও।


উড়ন্ত পাখিকে প্রশ্ন করি মুজিব কোথায়
আকাশের মেঘমালাকে প্রশ্ন করি মুজিব কোথায়
খেটে খাওয়া মানুষ কে প্রশ্ন করি মুজিব কোথায়
হে মুজিব তুমি কথা কও।


জানি তুমি আর বলবে না কথা এই মরা আঙিনায়
জানি তুমি আর বসবে না হায় এই কাঁঠাল ছায়ায়
জানি তুমি আর গামাবে না মাথা দেশ নিয়ে হায়
হে মুজিব তুমি কথা কও।


বহুক্ষণ পরে বুঝলাম আমি হয়ে গেছো তুমি দামি
পাবো না খুঁজে ভুবনে তোমায় পাবো অন্তর্যামি
তাই তো তোমায় না খুঁজে আর পথ চললাম আমি
সেই পথে চললাম যে পথে খেটে গেছো তুমি।
হে মুজিব তুমি কথা কও।


ফেব্রুয়ারি কে বেদনা ভরা কন্ঠে বললাম শেখ মুজিবুর নাই
মার্চ কে করুন সুরে বললাম শেখ মুজিবুর নাই
আগষ্টকে কাতর স্বরে বললাম শেখ মুজিবুর নাই
হে মুজিব তুমি কথা কও।


তুমি  আবার এসো ফিরে শিশুর দোলনায়
তুমি আবার এসো ফিরে যুবকের নায়
তুমি আবার এসো ফিরে এই বাংলায়।
হে মুজিব তুমি কথা কও।


* জীবনমুখী কবিতার আবৃত্তির জন্য*