গ্রীষ্মের দুপুরে হায়, দক্ষিণা পবনে;
জুড়ায় মনের ব্যথা, ঠান্ডা জল পানে।
চারদিক পাকা ধানে, আছে মাঠ ভরে।
ধানের গন্ধে আমার, মন যেন ভরে।
মাথে করে চাষি ভাই, ধান নিয়ে যায়।
ঘাম ঝরে দরদর, হাটু ভিজে যায়।
কালো মেঘে আকাশটা, যায় যদি ভরে।
কৃষান-কৃষানী মাঠে, দ্রুত কাজ করে।


গ্রীষ্ম কাল ঘুরে ফিরে, সুখ আনে মনে।
গাছে গাছে ফলে ভরা, পাখি ডাকে বনে।
দেহে যদি লাগে বায়ু, মাঠ ফাটা রোদে;
যেন বাড়ে মোর আয়ু, এতটুকু বাদে।
বেঁচে থেকো যুগ যুগ, মধুমাস সনে।
ফুল ফলে ভরে রেখো, সব বনে বনে।


রচনা কাল ঃ
০৬/০৫/২০১৭ ইং
১ঃ২৯ পিএম।