এত গরমের মাঝে, কাজ করা দায়।
ঘাম ঝরে লুঙ্গী ভেজে, সদা সর্বদায়।
নড়ে না গাছের পাতা, নেই যে বাতাস।
কৃষি ভাই রোদে পুড়ে, ফেলে দীর্ঘশ্বাস।
গামছা বানায় পাখা, তাই ঘুরে ফিরে।
মুখে লয় ঠান্ডা বায়ু, যেন বিনা নীরে।
আম পাকে ধান পাকে, আর পাকে দেহ।
বৃদ্ধ যেন নুয়ে থাকে, জানে না তা কেহ।


গরম তীব্র গরম, গ্রীষ্মের দুপুরে।
গামছা মাথে কৃষক, যায় কাজ করে।
পথিক চলে না পথে, এমন সময়।
যদি চলে ছাতে মাথে, যেন গো হাঁফায়।
যদি গরমের মাঝে, ঠান্ডা বায়ু আসে;
পাখা ছেড়ে কাজ করে, মুখ ফুটে হাসে।


রচনা কাল ঃ
২৩/০৫/২০১৭ ইং
৮ঃ৪৫ পিএম।