এসো এসো মোর ঘরে, ভালবাসা নিতে।
তোমারে ডাকি নিশিতে, এসো গো প্রভাতে।
বিরহের গান মোরে, আঁধারের তরে;
বুকটা ব্যথায় ভরে, দেয় সুরে সুরে।
গভীর রজনী কালে, যদি বৃষ্টি ঝরে;
মনে পড়ে কত চেনা, সেই মুখটারে।
মনে হয় ভালবাসা, ব্যথা শুধু ভরা।
ক্ষণে ক্ষণে উঠে জেগে, হয় মন মরা।


শুধু তোমার কারণে, স্বপ্ন বাসা বাঁধে।
সারা নিশি কেটে যায়, কষ্ট বুকে বেঁধে।
ভালবাসা মোর বুকে, ওঠে জ্বলে জ্বলে।
বুক যেন তুমি বিনে, পোড়ে তিলে তিলে।
তাই এসো মোর ঘরে, ভালবাসা দিতে।
হৃদয়ের কান্না মোর, এসো তুমি নিতে।


রচনা কাল ঃ
১৫/০৫/২০১৭ ইং
৯ঃ৩১ পিএম।