ঈদ এলো তাই খোকা, করে খাটাখাটি।
নতুন পোশাক পড়ে, করে ছোটাছুটি।
এ দিক সে দিক যায়, মনে কত সুখ।
নানা কিছু খেয়ে যেন, ভরে ফেলে মুখ।
বড়দের দেখা দেখি, নিজে পড়ে টুপি।
টুপি পড়ে কি যে ভেবে, হাসে চুপিচুপি।
মায়ে বলে এত টাকা, খেলি কি যে করি।
খোকা বলে আরো টাকা, দাও তারাতারি।


নতুন পোশাক পড়ে, সারা দিন ঘুরে।
নানান খেলনা কিনে, রাখে তার ঘরে।
ভাবে সে ঈদের দিন, যদি বার বার;
আসে ফিরে প্রতিদিন, মজা হত তার।
ঈদের আনন্দে যেন, চলে তার খেলা।
সারা দিন হাসি খুশি, কেটে যায় বেলা।


রচনা কাল ঃ
২৬/০৬/২০১৭ ইং
১২ঃ৩৩ এএম।