দুইটি দোয়েল পাখি, নারকেল গাছে।
খড়কুটা ঠোটে করে, চায় ফিরে পিছে।
গড়বে একটি বাসা, গাছের কোটরে।
পারবে ডিম দিবে তা, যত্ন যেন করে।
করবে শাবক বড়, বহু আশা হায়।
দিন রাত কষ্ট করে, তাই তারা যায়।
আমার ঘরের চালে, উড়ে উড়ে পড়ে।
দেখে যেন তাই মোর, চোখ যায় জুড়ে।


গান গেয়ে নাচে পাখি, ডানা মেলে মেলে।
ভাব করে যাই সদা, কথা বলে বলে।
এমনি এমনি করে, কেটে যায় বেলা।
তাদের সাথে আমার, চলে শুধু খেলা।
বাড়ি এলে চোখ মেলে, গাছ প্রাণে দেখি।
মোর অপেক্ষায় আছে, চেয়ে দুটি পাখি।


রচনা কাল ঃ
২১/০৪/২০১৭ ইং
১ঃ১২ পিএম।