দেখতে গিয়েছি বিল, তাতে সাদা বক।
মাঝ পথে মরা ডালে, বসে ছিল কাক।
আমার পায়ের শব্দে, দূরে সরে মাছ।
তাইতো হয় নি দেখা, থেকে আরো কাছ।
দূর্বা ঘাসের উপর, বসি কিছুক্ষণ।
হেলা ফেলা করে যেন, কাটে বহূ ক্ষণ।
বড় পাতার উপর, দেখা সাদা ফুল।
সারি সারি লতা পাতা, বিলের দু'কূল।


বিল যেন মাছে ভরা, জেলে ফেলে জাল।
ছিঁড়ে যায় জাল যেন, বেজে তাতে ডাল।
বিল পাড়ে বট গাছে, ডাকে টিয়া পাখি।
মন যেন যায় উড়ে, চেয়ে তাই দেখি।
কত কিছু হয় দেখা, সেই বিল পাড়ে।
বারে বারে বিল তাই, মন যেন কাড়ে।


রচনা কাল ঃ
১৯/০৭/২০১৭ ইং
১০ঃ০৮ পিএম।