মোর যাইবার কালে, কাঁদিসনে তোরা।
যেতে হবে একা একা, দূরে যা রে তোরা।
আমি যাবো শূন্য হাতে, নিবো না তো কিছু।
এসে কিছু পাবি না রে , মোর পিছু পিছু।
হৃদয়হীনার মত, যাবি তোরা ভুলে।
মোর ভালবাসা হায়, রেখে দিবে ফেলে।
চার জনে শক্ত করে, ধরে নিয়ে যাবি।
বাঁশ ঝাড়ে ছোট্ট ঘরে, মোরে শোয়া দিবি।


মোরে ফেলে এসে তোরা, কাঁদবি না আর।
দে তোরা কথা আমায়, এসে  একবার।
তোদের কান্না আমায়, দিবে না তো শান্তি।
হেসে খেয়ে যাবি তোরা, দিবি না রে শাস্তি।
ভুলে গিয়ে হাসি মুখে, বাঁধবি বাসর।
সুখে তখন আমার, ভরবে অন্তর।


রচনা কাল ঃ
০৯/০৫/২০১৭ ইং
৮ঃ০৪ পিএম।