জোসনার মেঠো আলো, লাগে কত ভালো।
আজ এই শুভ ক্ষণে, দূর বনে চলো।
হাতে হাত রেখে চলো, ধীরে ধীরে পায়।
নিশি রাত কাটে যেন, সুখ নিয়ে গায়।
জোনাকির আলো ধরে, হেসে কুটি কুটি।
তুমি বড় ভালো হায়, মন যেন খাটি।
বাঁশ ঝাড়ে পাতা ঝরে, শব্দ আসে কানে।
জড়িয়ে ধর আমায়, ভয় পেলে মনে।


পুকুরের ধারে বসি, চাঁদ ছায়া জলে।
দুটি চাঁদ এক সাথে, দেখা সেথা মেলে।
ভূতের প্রদীপ জ্বলে, দূর অন্ধকারে।
শক্ত করে তাই তুমি, চলো হাত ধরে।
পাশা পাশি যাক কেটে, এমন সময়।
সুখের দিনের জানি, শেষ নাহি হয়।


রচনা কাল ঃ
১৭/০৭/২০১৭ ইং
৯ঃ৪৮ পিএম।