তুমি কি আপন হবে, নাকি হবে পর।
বাসবে কি ভাল মোরে, বাঁধবে কি ঘর।
অপেক্ষায় সারাক্ষণ, কেটে যায় বেলা।
কি মনে কি ভেবে হায়, বেরুলে অবেলা।
আমায় দেখে আবার, চলে গেলে বাড়ি।
অপেক্ষার ক্ষণ যেন, করে বাড়াবাড়ি।
এলে ফিরে চিঠি হাতে, মিষ্টি হেসে হায়।
তোমার হাতের ছোয়া, লেগে আছে তায়।


রাত্রি বেলা ঘুম হারা, চিঠি সুখ দেয়।
কি আছে লেখা পাতায়, ভাবনা বাড়ায়।
আলো জ্বেলে চিঠি খুলে, দেখি তাতে লেখা-
তুমি ছাড়া আমি একা, হেলা নাহি সখা।
তারপর সারা রাত, শুধু ছটফট।
বুকে এসে সুখ জমে, ফোটে ফটফট।


রচনা কাল ঃ
১৯/০৭/২০১৭ ইং
৯ঃ৩৭ পিএম।