রাত যেন কাটে হায়, শত বেদনায়।
দুঃখ তার চোখ মেলে, মোর প্রাণে চায়।
ছেঁড়া পাল ভাঙা তরী, যাবে কত কাল।
চৈত্র মাসে খরতরে, কোথা পাবি জল?
বিরহের এত সুর, কোথা থাকে হায়।
নিভন্ত প্রদীপ জ্বলে, শুষ্ক হাওয়ায়।
বাড়ি ফেরা পথে বাঁধা, রুপ দেখে কার?
দু'নয়নে অশ্রু ঝরে, বুকে হাহাকার।


কে ভালবাসে আমায়? খুঁজি দিবা নিশি।
জনম কি কেটে গেল, বেজে শুধু বাঁশি।
হৃদয়ের খেলা বুঝি, থেমে যাবে হায়।
করুন মায়ায় আর, পথে থাকা দায়।
কি বুঝে কি ভেবে গেল, কেটে সারা বেলা।
সন্ধ্যা ক্ষণ ফিরে এলো, মজে কার খেলা?


রচনা কাল ঃ
২২/০৭/২০১৭ ইং
৯ঃ০৪ পিএম।