রিমঝিম রিমঝিম, বৃষ্টি ফোটা ঝরে।
মোর চালে ঝরে পড়ে, নৃত্য যেন করে।
স্বপ্ন আসে চোখ জুড়ে, ভাব আসে মনে।
এমন সুখের দিনে, গল্প আসে গানে।
ঘুম ঘুম দু'নয়নে, মন যায় কোথা।
রাজকন্যা পাশে এসে, বলে যেন কথা।
আকাশের কালো মেঘ, যায় ধুয়ে মুছে।
বৃষ্টি ঝরে সুখ যেন, বয়ে আনে পিছে।


বৃষ্টি ঝরে মাঠে মাঠে, ফসলের গায়ে।
পানি পেয়ে লতা পাতা, বেড়ে ওঠে ধেয়ে।
শুষ্ক মাঠ প্রাণ পায়, বৃষ্টির ছোঁয়ায়।
কৃষকের মন তাই, যেন হেসে যায়।
মাঠে মাঠে গজে চারা, কৃষি ভাই দেখে।
বৃষ্টি যেন গান আনে, ভরে মন সুখে।


রচনা কাল ঃ
১১/০৭/২০১৭ ইং
১ঃ২০ পিএম।