বর্ষা এলে ডিঙি করে, ঘুরতাম কত।
পানিতে হাঁসের মেলা, দেখতাম শত।
গাছ গুলো আধ ভেসে, থাকে যেন স্রোতে।
ডিঙি যেন ঘুরে ঘুরে, লাগে সেথা রাতে।
বিকেল বেলা পবনে, দোলে বন ফুল।
দেখা ছিল দু'নয়নে, নদীর দু'কূল।
বাঁশের পাতা পানিতে, ডোবে আর ওঠে।
কচুরি ফুল ফোটায়, নীর মাঠে মাঠে।


হিজল ফুলের মালা, গাঁথা তরী পরে।
আজও আছে স্মরণে, এতকাল পরে।
তরী পরে ধান নিয়ে, দুই গ্রাম ভেসে।
ধান ভাঙা হত যেন, নদী পথে হেসে।
সেই দিন কোথা গেল, সেই সোনা দিন।
ফিরে কি পাবো না আর, হাসি ভরা দিন।


রচনা কাল ঃ
০৭/০৬/২০১৭ ইং
০৮ঃ৫৪ এ এম।