বৈশাখী ঝড়ে আমার, ভেঙে গেছে মন।
ভাঙা গাছের  মতন, হল এ জীবন।
বৈশাখী ঝড় হাওয়া, ব্যথা নিয়ে এসে ;
ঢেলে দিয়েছে আমার, জীবন বাতাসে।
খেলেনা আমায় নিয়ে, বৈশাখী দোলনা।
তাই আজ ভুলে গেছি, হাজারো খেলনা।
বৈশাখ হেসে আমায়, কাঁদায় গোপনে।
মেলায় যাই না তাই, বৈশাখী পবনে।


বৈশাখ মনে জাগায়, ব্যথা ভরা সুর।
মনে পড়ে কত কথা, থাক বহু দূর।
জীবন হারিয়ে গেছে, বৈশাখী বাতাসে।
কত দূরে উড়ে গেছে, অশ্রু চোখে ভাসে।
জীবন পাতায় আজ, কালো মেঘে ঢাকা।
চাঁদ তবু উঁকি দেয়, যেন হয়ে বাঁকা।


রচনা কাল ঃ
১৫/০৪/২০১৭ ইং
৭ঃ২১ পিএম।