আজ বৈশাখের দিনে, কেন থাকো দূরে।
এমন ছিলে না আগে, তুমি ছেড়ে মোরে।
আজ কেনো নিচু হয়ে, চুপচাপ বসে;
কি যেন হিসাব করো, মিটিমিটি হেসে।
লাখো  মানুষের ভিড়ে, নিজেকে লুকাতে;
তবু কেন তাড়াহুড়া, এ কোন সাজেতে।
বৈশাখের অনুষ্ঠানে, মন মরা হয়ে ;
দাঁড়িয়ে তোমার দিকে, কাঁদে আজ হিয়ে।


অনুষ্ঠানে কেটে গেল, সারাদিন প্রায়।
বললে না মোর সনে, কোন কথা হায়।
গান শুনে বার বার, দেখেছিলে মোরে।
মনে হল কিছু কথা, সন্ধ্যা লগ্ন তীরে;
বলবে মনের কথা, প্রাণ দিবে জুড়ে।
কিন্তু মনের জ্বালায়, যায় সব পুড়ে।


রচনা কাল ঃ
১৪/০৪/২০১৭ ইং
২ঃ০১ পিএম।