খোকা খুকি ঘুম ভেঙে, উঠে খুব ভোরে।
ছোট ছোট আম তারা, নিবে থলে ভরে।
পুঠির ভিটায় আম, ঝরে ঝরে পড়ে।
ভোর সকালে সবাই, সেথা গিয়ে পড়ে।
আম কুড়ানোর ধুম, পুঠির ভিটায়।
বড় ভিটা বড় গাছ, তাই সবে যায়।
আগে বাগে আম তলে, যে যেতে পারবে;
থলে ভরে আম নিয়ে, সে বাড়ি ফিরবে।


বৈশাখে শুরু যে হয়, ছোট আম ঝরা।
খোকা খুকি তাই যেন, থাকে সুখে ভরা।
স্কুল থেকে বাড়ি ফিরে, সারাদিন ঘুরে।
কার গাছে বড় আম, খুঁজে তারা মরে।
ঘুম নেই সারা রাত, কাটে ছটফটে।
যেতে হবে খুব ভোরে, আমিরের ঘাটে।


রচনা কাল ঃ
১৩/০৪/২০১৭ ইং
৯ঃ৪৯ পিএম।