বিরহ রাতের পাখি, ডাকে কত দূরে।
হাওয়ায় ভেসে কান্না, আসে ধীরে ধীরে।
কত দিনের জমানো, কন্ঠে কান্না ফোটে।
উজার করে নিশিতে, ব্যথা বুক ফেটে।
কারও হৃদয় পুড়ে, ঘোর অন্ধকারে।
বুকে লেগে সেই কান্না, জ্বলে যে অন্তরে।
হৃদয়ে হৃদয় মেলে, গভীর নিশিতে।
দু'জনার বুক পুড়ে, একই ব্যথাতে।


কত মন ভাঙে গড়ে, অন্ধকার ঘরে।
কত ব্যথা নিয়ে রাতে, ছটফট করে।
প্রভাত বেলার সাথে, অশ্রু মুছে দিয়ে;
নতুন দিনের তরী, যায় যেন বেয়ে।
এমনি পথের বাঁকে, পড়ে রয় ব্যথা।
যুগ যুগ কান্না হয়ে, রয়ে যায় সেথা।


রচনা কাল ঃ
২৯/০৬/২০১৭ ইং
২ঃ০২ পিএম।