লাল নীল সাদা কালো, যত ব্যথা আছে ;
ধীরে ধীরে সব এসে, বসে মোর পিছে।
জীবনের সব সুর, ব্যথা হয়ে ঝরে।
পলকে পলকে বুকে, অশ্রু যেন ভরে।
হৃদয়ের কোনো খানে, নেই সুখ নেই।
বুকে শুধু হাহাকার, নেই জল নেই।
নিশি রাতে বুক জ্বলে, স্বপ্নে ব্যথা আসে।
কোনো খানে সুখ নেই, দুঃখে মন হাসে।


জোসনার আলো যেন, দূরে সরে যায়।
আঁধারের মাঝে একা, নিশি কেটে যায়।
দিন পরে রাত আসে, চলে যায় ক্ষণ।
ব্যথা মোরে ভালবাসে, থাকে সারাক্ষণ।
কোথা গেলে সুখ মেলে, খুঁজে নাহি পাই।
জীবনের কোনো মোড়, দেখা বাকি নাই।


রচনা কাল :
১৬/০৭/২০১৭ ইং
৯ঃ১৬ পিএম।