জীবনের পথে আজ, নেই কোন সাধ।
ক্ষণে ক্ষণে ঝড় বেগে, দুঃখ দেয় বাঁধ।
আপন মানুষ যদি, হয়ে যায় পর;
নিশি কালে ঘুম ভেঙে, ফাটে যে অন্তর।
ফ্যাকাসে মুখের রঙ, নেই তার রুপ।
একা একা কাটে দিন, মুখ যেন চুপ।
সন্ধ্যা বেলা ঝরে কথা, দুঃখ নিশি কালে।
বেদনা আঁধার দিন, কেমনে যে জ্বলে।


ধাঁনের চুষের গায়ে, অগ্নি ঢেলে দিলে;
হৃদয় তেমন পুড়ে, সেই তিলে তিলে।
জীবনের একা পথ, নিদারুণ জ্বালা।
ছন্দে ছন্দে মন যেন, খেলে দুঃখ খেলা।
ভেলা ভাসে দুঃখ জলে, নেই তার কূল।
জীবনের বৃক্ষ আজ, যেন ছিন্ন মূল।


রচনা কাল ঃ
২১/০৭/২০১৭ ইং
৮ঃ৩৩ পিএম।