বাংলার বিশাল ভূমি, অপরুপ রুপে ;
ফুল পাতা রঙ মেখে, রুপ দেয় সপে।
সবুজের মাঝে যেন, লাল টুপি পড়ে;
চোখের পাতায় ফুল, যেন ঝরে পড়ে।
রুপের বাহার দেখি, বাঁশঝাড় ডালে।
বন বাঁদাড়ে বেড়ায়, পাখি ডানা মেলে।
পিপীলিকা সারি বেঁধে, করে চলা ফেরা।
মাটির বুকে ঘুমায়, বাসা তার ঘেরা।


কিচিরমিচির করে, ডাকে কত পাখি।
কলা পাতার ছায়ায়, শত ব্যাঙ দেখি।
নিচু ডালে বসে কাক, করে শুধু কা কা।
মুরগী তার ছা নিয়ে, চলে আঁকাবাঁকা।
দারুন খেলায় মাতে, প্রকৃতির ছেলে।
নানা রঙে নানা সুখে, দিন যায় চলে।


রচনা কাল ঃ
১৮/০৭/২০১৭ ইং
১ঃ৫৯ পিএম।