সারা দিন বর্ষা ঝরে, ঘর বাড়ি ভেজে।
এমন সময় যেন, নাহি মন কাজে।
মাঠ ঘাট খাল বিলে, জল আর জল।
জেলে ভাই মাছ ধরে, ফেলে তার জাল।
আষাঢ়ে আকাশ কাঁদে, নদী জলে ভরা।
লোক জন তরী নিয়ে, করে চলা ফেরা।
যে দিকে দু'চোখ যায়, পানি আর পানি।
আষাঢ় শ্রাবণে পথ, কাদা ভরা জানি।


হাঁস যেন ঢেউ তালে, ওঠে দুলে দুলে।
ডুব দেয় সারা দিন, শত জন মিলে।
কচুরির দল যেন, মাছ নিয়ে আসে।
কত কিছু স্রোতে পড়ে, যায় দূরে ভেসে।
কারো কারো ভাঙা ঘরে, জল করে খেলা।
অশ্রু জল বর্ষা জল, নিয়ে কাটে বেলা।


রচনা কাল ঃ
০৪/০৭/২০১৭ ইং
৮ঃ৪৭ এএম।