আকাশটা মেঘে ঢাকা, নেই কোন নীল।
মাঝে মাঝে বর্ষা ঝরে, ভরে যায় বিল।
আষাঢ়ের এই দিনে, সাজে মন বধূ।
বসে রয় ঘর কোনে, ভেবে যায় শুধু।
টিনের চালের পরে, বৃষ্টি ফোটা পড়ে।
ঝুমঝুমাঝুম শব্দ, মন যেন কাড়ে।
এই দিনে ঘরে বসে, মন যায় দূরে।
কত স্মৃতি কত আশা, যেন ভীর করে।


মেঠো পথ কাঁদা জলে, যায় যেন ভরে।
ছাতা নিয়ে পা বাড়ায়, লোক জন ধীরে।
কত কাজ পড়ে ঢাকা, বর্ষা ঝরা দিনে।
আবোল-তাবোল মন, ভরে গানে গানে।
গাছ গুলো ভেজা গায়ে, রয় যেন নুয়ে।
আষাঢ় শ্রাবণে যায়, পথ ঘাট ক্ষয়ে।


রচনা কাল ঃ
১৬/০৬/২০১৭ ইং
২ঃ৪৩ পিএম।