আমি যতবার দেখি, তোমারই মুখ;
গায়ে জাগে শিহরণ, মনে লাগে সুখ।
মনে মোর উঠে ব্যথা, যদি রও দূরে।
পলকে পলকে খুঁজি, যেন ঘুরে ফিরে।
একবার আসো তুমি, যে খানেতে হায়;
আমি যাই বারবার, যেন গো সেথায়।
দেখা হলে মিষ্টি হাসি, দাও উপহার।
সুখে যেন কাঁপে হায়, আমার অন্তর।


কন্ঠে যেন মধু মাখা, ঠোটে তাই ঝরে।
কথা শুনে মন প্রাণ, যায় যেন ভরে।
চোখে চোখ পড়ে যদি, লাগে কত ভালো।
দূরে গেলে মন যেন, হয় এলোমেলো।
আপন করে তাই তো, নিবো গো তোমায়।
রাখবো সারা জীবন, বুকের তলায়।


রচনা কাল ঃ
১১/০৬/২০১৭ ইং
৮ঃ৫০ পিএম।