আমার প্রাণের সখী, থাকে বহু দূরে।
সেথা থেকে মোর গান, গায় মোর সুরে।
হৃদয়ে হৃদয়ে বাঁধা, দু'জনার মন।
পলকে পলকে ফোটে, ভালবাসা ধন।
দুটি মন গোনে ক্ষণ, কবে দেখা হবে।
বুকে ওঠে হাহাকার, কতকাল রবে।
মনের মানুষ যদি, যায় চলে দূরে;
তবু থাকে খুব কাছে, হৃদয়ের ঘরে।


ভালবাসা সুখ আনে, বিশ্বাসের তরে।
সুখী হয় দুটি মন, ভালবাসা ঘরে।
মন মত মন পেলে, রক্ত সুখে দোলে।
সারা গায়ে শিহরণ, ক্ষণে ক্ষণে জাগে।
ভালবাসা মধুময়, ভালবাসা হাসে;
যদি গো দুটি হৃদয়, শুধু ভালবাসে।


রচনা কাল ঃ
১৩/০৫/২০১৭ ইং
৭ঃ৫২ পিএম।