আলো বলে অন্ধকার, থাকো কত দূরে।
চোখ মেলে তবু হায়, দেখি না তোমারে।
অন্ধকার হেসে কয়, লজ্জা দাও কেন?
উঁচু মুখে আলো বলে, দুঃখ পেলে যেন।
কালো বলে আলো ভাই, চোখে জল ঝরে।
মনের দুঃখের কথা, রয় বুক ভরে।
সবার সাথে তোমার, হয় পরিচয়।
আমি একা বসে থাকি, কষ্ট নিয়ে হায়।


কিছুক্ষণ পরে আলো, মিষ্টি হেসে কয়;
তোমার ছোঁয়ায় সবে, শান্তিতে ঘুমায়।
তোমার কিসের জ্বালা, দেখি না তো আমি।
আমার কষ্টের কথা, শুনে যাও তুমি।
সুখ দুঃখের কথায়, মিশে যায় তারা।
নিজ নিজ পথ ধরে, চলে যায় ওরা।


রচনা কাল ঃ
১৭/০৪/২০১৭ ইং
৯ঃ২৪ পিএম।