তুমি আজ কত দূরে, আছো গো লুকায়।
তোমারে যে মনে পড়ে, বাদল সন্ধায়।
আজ গোধূলির লগ্নে, কালো মেঘ নভে।
উদাস দৃষ্টিতে হায়, চেয়ে আছে ভবে।
আমার টিনের চালে, বৃষ্টি যদি পড়ে।
পড়বে মনে তোমায়, বৃষ্টি ফোটা ভিড়ে।
আজ ঠান্ডা হাওয়ায়, মন কি যে চায়।
আশে পাশে মুখ মেলে, ফিরে ফিরে চায়।


তোমায় দেখার আশা, পিছু টানে মোরে।
কোন এক দিন হায়, গ্রীষ্মের দুপুরে;
গিয়েছিলাম দেখতে, রৌদ্র মাঝে ঘেমে।
কোন এক বর্ষা দিনে, তোমাদের গ্রামে;
ছোট এক বৃদ্ধা ঘরে, ছিলাম আটকে।
মনে পড়ে যায় সব, কেমনে আজকে।


রচনা কাল ঃ
৩১/০৩/২০১৭ ইং
১ঃ১৪ পিএম।