চোখের অশ্রুতে যদি, বুক ভেসে যায়;
সবাই দেখতে পায়, আঁধার বেলায়।
মনের কান্নার জল, মনে শুধু গড়ে।
পায় না দেখতে কেউ, হায় অগ্নি পুড়ে।
মনের ঝড় বাতাস, বয় তীব্র বেগে।
লণ্ডভণ্ড করে সব, যেন কোন রাগে।
চোখের ভাষা সবাই, বোঝে তাড়াতাড়ি।
মনের ভাষার সাথে, সবে করে আড়ি।


দিন যায় রাত যায়, কষ্ট বেড়ে যায়।
ঘুম হারা রাত কাটে, কত বেদনায়।
কিভাবে মনের ব্যথা, তুলবো ফুটিয়ে।
কেন এত দুঃখ আসে, হামাগুরি দিয়ে।
জনম ভরে বুকেতে, কষ্ট বাসা গড়ে।
কিছুতে যায় না বলা, মন শুধু পোড়ে।


রচনা কাল ঃ
০৩/০৪/২০১৭ ইং
৪ঃ২০ পিএম।