সে তো হল না আমার, হয়ে গেল পর।
কেটে গেল তারে বিনে, ঘোর অন্ধকার।
নিশিরাত কেটে গেল, আলো ফিরে এল।
তবু তার দেখা যেন, নাহি আর হল।
ঝর ঝর সন্ধ্যা আসে, গাছের ছায়ায়।
প্রদীপ ও নিয়ে হায়, এল না সেথায়।
চলে গেল বহু দিন, এমনও করে।
এল না ফিরে আমার, ছোট সোনা ঘরে।


কোথাও মেলে না খুঁজে, দিবা নিশি কাটে;
পাগলের বেশে মন, ঘুরে মাঠে ঘাটে।
একদিন বহু দূরে, দেখি তার ছায়া।
সেতো আর সে যে নয়, তবু করে মায়া।
একা একা কাঁদি তাই, তার অপেক্ষায়।
যদি তবু ফিরে আসে, মোর আঙিনায়।


রচনা কাল ঃ
০৫/০৪/২০১৭ ইং
৯ঃ৫৩  এ এম।