একদিন পাবো খুঁজে, মনের মানুষ।
নিভে যাবে হাহাকার, আসবে যে পৌষ।
বুকের কান্নার ঝড়, থামবে আবার।
নিশিতে ডাকবে পাখি, ঘোর অন্ধকার।
বাতাসে আসবে ভেসে, এক ঝাক সুখ।
ব্যথা ভরা বুক আর, বলবে না মুখ।
নয়নে ফুটবে হাসি,  অশ্রু ঝেরে ফেলে।
মনের মানুষ পেয়ে, ধন্য হব বলে।


ফুল ফোটে গাছে গাছে, সৌরভ ছড়ায়।
আঁধারে আলোর রেখা, মিটিমিটি চায়।
কবিতার ছন্দে মোর, প্রাণ ফিরে আসে।
লিখে ফেলি খাতা ভরে, বসে দূর্বাঘাসে।
পৃথিবী সুন্দর রুপে, আসে মোর পাশে।
মনের মানুষ বুঝি, এলো বধু বেশে।


রচনা কাল ঃ
০১/০৪/২০১৭ ইং
১ঃ৪৭ পিএম।