আজ বুঝি বৃষ্টি এসে, ভিজাবে নয়ন।
আজ বুঝি ডানা মেলে, আসবে ক্রন্দন।
আজ বুকে বাসা বাঁধে, বেদনার দল।
নিশিতে পোড়ায় মন, দেহ করে লাল।
বেদনার ঢেউ ভাঙে, মনের দুয়ারে।
ভালবাসা কেঁদে মরে, শুধু হাহাকারে।
মৃতপ্রাণ হয়ে আজ, রই একা একা।
জীবন চলার পথ, যেন কত বাঁকা।


আকাশে উড়ে বেড়ায়, কালো কালো ধোয়া।
মন আজ স্বপ্ন হারা, অন্ধকার মায়া।
জীবন প্রদীপে আজ, নেই কোন তেল।
তুমি মোরে ছেড়ে গেছো, দেখায়ে যে খেল।
বৃষ্টির আবাস পেলে, শুধু মনে পড়ে।
তুমি আজ কত দূরে, আছো কোন ঝড়ে।


রচনা কাল ঃ
০২/০৪/২০১৭ ইং
১০ঃ৩৭ পিএম।