শুষ্ক বাতাসের ঢেউ, আসে ভেসে ভেসে।
চৈত্রের ভর দুপুরে, বালি যেন হাসে।
মেঠো পথে ধূলি উড়ে, হাটা বড় দায়।
নাকে মুখে ধূলি লাগে, পথিক জিমায়।
গাছের ছায়ার তলে, শান্তি যেন আসে।
তবুও গাছের ফাঁকে, রৌদ্র এসে হাসে।
এমন দিনে কোথায়, সুখ খুঁজে পাই।
গরমের হাত ছেড়ে, কোথায় লুকাই।


এত গরমের মাঝে, ধরে না তো ঘুম।
রাত কাটে ছটফটে, বিছানা গরম।
ভুবন নিশ্চুপ হায়, নড়ে না তো বানু।
পাখার বাতাসে তবু, জুড়ায় না তনু।
যদি আসে ঠান্ডা বায়ু, বাড়ে মোর আয়ু।
ধরনী শীতল হয়, সাড়া দেয় স্নায়ু।


রচনা কাল ঃ
৩০/০৩/২০১৭ ইং
১২ঃ৫৭ পিএম।