কেমন ভুবন হায়, কিছুই বুঝি না।
দুঃখ করে আনাগোনা, সুখতো মেলে না।
বসন্ত আসলে পরে, শীত ফুরায় না।
ফাগুনের দেখা মেলে, সুখের দেখা না।
মানুষের ছায়া নয়, গাছের ছায়ায়;
জুড়ায় দেহের ব্যথা, মন কিন্তু নয়।
তবু আজ বসে থাকি, বৃক্ষ ছায়া তলে।
একটু সুখের দেখা, যদি সেথা মেলে।


এই দিন সেই দিন, থাকবে না আর।
জীবনে সুদিন ফিরে, আসবে আবার।
বসন্তের পাখি এসে, ডাকবে আমায়।
উঠি উঠি তার ডাকে, রবো যে ঘুমায়।
শত বছরের পথ, আসবে পেরিয়ে;
এক ঝাক সুখ পাখি,  মুখে সুখ নিয়ে।


রচনা কাল ঃ
২৯/০৩/২০১৭ ইং
৬ঃ১৭ পিএম।